আয়ের নানান পথ বেছে নেন অনেকে। কেউ সৎ পথে কেউবা বেশি আয়ের জন্য অসৎ পথ বেছে নেন। তবে কিছু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম না করে শুধু বুদ্ধি খাটিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। যাদের অনেকের কথা আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে।
আজ এমনই এক ব্যক্তির কথা জানাব যিনি অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি কোটি টাকা আয় করেছেন। আমেরিকান বাসিন্দা জোনাথন লি এখনো পর্যন্ত ২৬০০টি মামলা করেছেন। মামলাগুলোর মধ্যে একাধিক মামলায় জিতেছেন আর ক্ষতিপূরণ হিসেবে কোটি কোটি টাকা আয় করেছেন।
প্রথম জীবনে তিনি মামলা দায়ের করেছিলেন নিজের মায়ের নামে। অভিযোগ করেছিলেন তার প্রতি অবহেলা করেছেন মা। সেই মামলায় জিতেও যান, টাকাও পান মোটা অঙ্কের। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জোনাথন ২০ হাজার মার্কিন ডলার পান। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জিতে যাওয়ার পরই মামলা দায়ের করে টাকা আয়ের দিকে ঝোঁকেন জোনাথন।
বিশ্বের সবচেয়ে বেশি মামলা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তোলেন জোনাথন। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মামলা দায়ের করা ব্যক্তি হিসেবে জোনাথনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।