ভুলে আট লাখ টাকা বকশিশ

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৩:২৪

যুক্তরাষ্ট্রের ভেরা কোনার নামে এক নারীর প্রিয় খাবার স্যান্ডউইচের জন্য বিখ্যাত সাবওয়ে ব্র্যান্ডের ইতালিয়ান সাব। প্রতি সপ্তাহেই তিনি এটি খান। গত ২৩ অক্টোবর বাড়ির পাশের সাবওয়ের চেইন শপে গিয়ে একটি ইতালিয়ান সাব ও হ্যাম অর্ডার করেন। দাম ছিল ৭ দশমিক ৫৪ ডলার (৮৩১ টাকা)। কিন্তু তিনি বকশিশ দিতে গিয়ে দিয়ে বসেন ৭ হাজার ১০৫ ডলার (৭ লাখ ৮২ হাজার ৮৫৭ টাকা)।


ভেরা ব্যাংক অব আমেরিকার ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল দেন। কিন্তু বিল দেওয়ার সময় নিজের ফোন নম্বরের শেষ ছয় সংখ্যা চেপে ফেলেন, ভাবেন এই কেনাকাটার ফলে তিনি সাবওয়ে লয়্যালটি পয়েন্ট পাবেন।


সপ্তাহের শেষে ভেরা যখন তাঁর ক্রেডিট কার্ডের নথি যাচাই করেন, তখন তিনি হতভম্ব হয়ে যান। এটা কেমন করে সম্ভব, বুঝতে পারছিলেন না।


ভেরা এনবিসি নিউজকে বলেন, ‘আমি যখন আমার রসিদের দিতে তাকালাম, বললাম হে ঈশ্বর! আমার কাছে নম্বরগুলো পরিচিত মনে হচ্ছিল, এটি আমার ফোন নম্বরের শেষ ছয়টি সংখ্যা। কে এত অর্থ বকশিশ দেয়।’ পরে ভেরা ব্যাংকের কাছে অভিযোগ করেন, তিনি এত ডলার খরচ করেননি। তবে ব্যাংক তাঁর এই দাবি প্রাথমিকভাবে অস্বীকার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us