২৬ নভেম্বর ১৯৯৩
ঢাকায় দেশের প্রথম কম্পিউটার মেলা শুরু
বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার তখন সবে শুরু হয়েছে। সেই সময়ে আজ থেকে ঠিক ৩০ বছর আগে রাজধানী ঢাকায় প্রথম কম্পিউটার মেলার আয়োজন করা হয়। পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে অর্ধেক জায়গাজুড়ে আয়োজিত সেই মেলার নাম ছিল ‘বিসিএস কম্পিউটার শো ৯৩’।
২৬ নভেম্বর ১৮৯৪
গণিতজ্ঞ নোব্যার্ট উইনাহ্–এর জন্ম
সাইবারনেটিকস বিষের লেখক নোব্যার্ট উইনাহ্ যুক্তরাষ্ট্রের মিজৌরিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে নোব্যার্টের লেখা গ্রন্থ পরবর্তীকালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে গবেষণায় প্রভাব ফেলে। বইটিতে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান–বিধ্বংসী ব্যবস্থা নিয়ে পরীক্ষার কথা বলেন। যাতে বিমান-বিধ্বংসী ব্যবস্থা শুত্রুপক্ষের রাডারের ছবি ব্যবহার করে তাদের বিমানের গতিপথ জানতে পারে।