ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযান শেষ মুহূর্তে গিয়ে ধাক্কা খেয়েছে। ফলে এখন আটকে পড়াদের উদ্ধারে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৫ নভেম্বর) জানিয়েছে, শ্রমিকদের উদ্ধারে আমেরিকান অগার ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করে টানেলের ধ্বংসস্তূপের ভেতর ৬০ মিটার লম্বা পাইপ বসানোর কাজ চলছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে ড্রিলিং মেশিনটি একটি লোহায় আঘাত হানে। এতে মেশিনটি ভেঙে যায়। এরপর সেখানে উদ্ধার অভিযানও বন্ধ হয়ে যায়।
ফলে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ড্রিল মেশিন দিয়ে ড্রিল করার বদলে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে।