ভারতের রাজস্থান রাজ্যের বিধানসভার ভোট আজ শনিবার সকালে শুরু হয়েছে। ২০০ আসনের এই রাজ্যের বিধানসভা আসনের মধ্যে ১৯৯টিতে ভোট হচ্ছে। শনিবার সকাল সাতটায় শুরু হওয়া এই ভোট ঠিক করে দেবে, দীর্ঘ তিন দশকের প্রথা মেনে এবারও রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে কি না।
উত্তর ভারতের গো-বলয়ের এই রাজ্যের শাসনভার বিজেপি ও কংগ্রেস ৩০ বছর ধরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে চলেছে। প্রতি পাঁচ বছর অন্তর রাজ্যের জনগণ শাসক পাল্টে দিয়েছে। ১৯৯৩ সালে রাজ্য শাসন করত বিজেপি, ১৯৯৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসে। পরের প্রতি পাঁচ বছরে সেই রাজনৈতিক চরিত্রের বদল ঘটেছে। সেই প্রথা এবারও মানা হলে ক্ষমতায় আসার কথা বিজেপির।
প্রথা অটুট রাখতে চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বিজেপির সব বড় নেতা দিনরাত এক করে দিয়েছেন। তাঁদের প্রচারে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ‘ব্যর্থতার’ চেয়ে বড় হয়ে উঠেছে ‘মুসলমান তুষ্টিকরণ’-এর অভিযোগ। সেই সঙ্গে ‘দুনীতি’ প্রসঙ্গ।