বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন তানভীর মোকাম্মেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১৩:০৯

চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ-২০২৩ পেয়েছেন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে তাকে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ দেওয়া হয়েছে।


শনিবার (২৫ নভেম্বর) দুপর ১২টায় বাংলা একাডেমির ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তানভীর মোকাম্মেলকে ফেলোশিপ- ২০২৩ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।


বাংলা একাডেমির ফেলোশিপের জন্য মনোনীত হওয়ার পর জাগো নিউজকে তানভীর মোকাম্মেল বলেছিলেন, যেকোনো স্বীকৃতিই সম্মানের। সেক্ষেত্রে বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান কর্তৃক চলচ্চিত্রে আমার অবদানের জন্য আমাকে সাম্মানিক ফেলোশিপ প্রদানে আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। ব্যক্তিগতভাবে আমি গীতার ওই দর্শনে বিশ্বাসী ‘কাজ করে যাও। ফলের প্রত্যাশা করো না। ফল তোমার জন্যে নয়’। সেভাবেই আমি সারাজীবন কাজ করে এসেছি। এখনো করছি। তবুও মাঝেমধ্যে এ ধরনের স্বীকৃতি বা পুরস্কার আনন্দ দেয় বৈ কী! বাংলা একাডেমিকে ধন্যবাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us