শাস্তির মুখে পড়লেও ভবিষ্যতে প্রিমিয়ার লিগের রেফারিং নিয়ে সমালোচনা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের মতে, বাক স্বাধীনতা না থাকলে রেফারিদের উন্নতি হবে না।
আর্তেতাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত চলতি মাসের শুরুতে। লিগ ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারের পর রেফারিদের এক হাত নেন আর্তেতা। রেফারিং ও ভিএআরকে বিব্রতকর হিসেবেও উল্লেখ করেন তিনি। বলেন, এই লিগের অংশ হয়ে তিনি ‘বিব্রত’।
পরে তার বিরুদ্ধে অভিযোগ আনে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। টাচলাইনে নিষিদ্ধ হতে পারেন আর্তেতা। শুক্রবার সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বললেই খেলার উন্নতি হবে।