একটি ঘূর্ণিঝড় জনপদে আঘাত হেনে চলে যায়, কিন্তু ক্ষয়ক্ষতির রেশ রয়ে যায় দীর্ঘদিন। কোনো এলাকা এক সপ্তাহ পরও বিদ্যুৎহীন থাকে, কোথাও বিধ্বস্ত সড়ক বা কালভার্ট পড়ে থাকে, উপকূলীয় জনপদে নিখোঁজ জেলেদের অপেক্ষায় থাকেন স্বজনেরা, আবার কোথাও স্কুলঘর ধসে পড়ে ব্যাহত হয় শিক্ষার্থীদের পাঠদান।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় একটি ছবি ছাপা হয়েছে, যাতে দেখা যাচ্ছে, টিনের চালসহ একটি স্কুলের পুরো কাঠামোই পাশের পুকুরে পড়ে আছে। এখন খোলা আকাশের নিচে চলছে পাঠদান। স্কুলঘরটির পুনর্নির্মাণ নিয়ে কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।