দেশের পোশাক খাতের জন্য বিভীষিকাময় এক দিন আজ। ১১ বছর আগে আজকের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশন নামের পোশাক কারখানায় আগুন লেগে পুড়ে অঙ্গার হন ১১২ জন শ্রমিক। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৬ জন।
শ্রমিকদের বাঁচার আকুতি আর নিহতদের স্বজন ও আহতদের কান্নায় সেদিন ভারী হয়ে উঠেছিল আশুলিয়ার আকাশ। সেই দিনের কথা ভেবে আজও ঘুমহীন কাটে আহত অনেক শ্রমিকের রাত।
ওই ঘটনায় আহত হন প্রায় ২ শতাধিক শ্রমিক। জীবন বাঁচাতে বিভিন্ন তলা থেকে লাফও দেন কয়েকজন। এভাবে অনেকেই প্রাণে বেঁচে গেলেও এখন পঙ্গু হয়ে জীবনযাপন করছেন তারা।