১৫ ব্যাংকে খেলাপি ঋণ বেশি বেড়েছে

প্রথম আলো প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:১৪

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে খেলাপি ঋণ সবচেয়ে বেশি কমেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে। ব্যাংকটিতে খেলাপি ঋণ কমেছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। একই সময়ে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে। পাশাপাশি রাষ্ট্র খাতের সোনালী ব্যাংক এবং বেসরকারি ইসলামী ব্যাংকেও উল্লেখযোগ্য পরিমাণে খেলাপি ঋণ বেড়েছে। এই তিন ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। আরও ১২ ব্যাংকে খেলাপি ঋণ ১৫০ কোটি থেকে ৭০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে।


তবে জনতা ব্যাংকে খেলাপি ঋণ বড় আকারে কমায় আলোচ্য তিন মাসে ব্যাংক খাতে সার্বিকভাবে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা। খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫৬ হাজার কোটি ৩৯ টাকা, যা সেপ্টেম্বর শেষে কমে হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। 


২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। এখন তা দেড় লাখ কোটি টাকার ওপরে। গত ১৪ বছরে খেলাপি ঋণ প্রায় ৭ গুণ বেড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us