ভৈরবের কমলপুর এলাকায় জুতার বাক্স তৈরির ছোট প্রতিষ্ঠান আছে জাহাঙ্গীর আলমের। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন তিনি। গত ১২ নভেম্বর ছিল তার ব্যাংক ঋণের সর্বশেষ কিস্তি হিসেবে ১৮ হাজার টাকা পরিশোধের কথা। কিন্তু, শেষ কিস্তি পরিশোধ করতে পারেননি জাহাঙ্গীর।
পরে তিনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কিস্তি পরিশোধের সময় বাড়িয়ে নেন। ব্যাংক তাকে ২০ নভেম্বরের পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু, জাহাঙ্গীর আলম ওই সময়ের মধ্যেও কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি।
তিনি আবার ব্যাংক কর্তৃপক্ষের কাছে নভেম্বরের শেষ পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সময় দিয়েছে, কিন্তু তিনি ওই সময়ের মধ্যে টাকা দিতে পারবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন।
জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিস্তি পরিশোধের জন্য ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাগাদা দিচ্ছে। তাই ঋণ করে হলেও এ মাসের মধ্যে শেষ কিস্তি পরিশোধ করতে হবে। এ ছাড়া আর কোনো উপায় দেখছি না।'
২০২২ সালের জানুয়ারিতে তিনি ব্র্যাক ব্যাংকের ভৈরব বাজার শাখা থেকে দুই বছর মেয়াদে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ক্যাটাগরিতে ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন।