বিশ্বকাপ জিতে দেশে ফিরে সমর্থকদের ভিড় পেলেন না কামিন্সরা

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:০৭

উপমহাদেশ হলে হয়ত দেখা যেত ভিন্ন চিত্র। বিশ্বকাপ জেতা কোন দলকে নিয়ে বিপুল আয়োজনই স্বাভাবিক এসব অঞ্চলে। অস্ট্রেলিয়ার বাস্তবতা ভিন্ন। ৬ষ্ঠ বারের মতোন বিশ্বকাপ জিতে ঘরে ফিরে খুব আড়ম্বরপূর্ণ কিছু পেলেন না প্যাট কামিন্স।


বুধবার বিশ্বকাপ নিয়ে দেশে ফেরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের একটি বহর। কিন্তু হাতেগোনা কয়েকটি গণমাধ্যম ক্যামেরা ছাড়া তাদের স্বাগত জানাতে সেভাবে কোন ভিড় হয়নি।


ক্রিকেট অস্ট্রেলিয়ায় জনপ্রিয় খেলা না, বিশ্বকাপ জেতাও তাদের কাছে নতুন কোন ঘটনা না। হয়ত সে কারণেই আসেনি বিশাল উৎসবের কোন আমেজ।


বিমানবন্দরে নেমে বেরিয়ে যাওয়ার সময় কয়েকটি গণমাধ্যম ঘিরে ধরে কামিন্সকে। বিশ্বকাপ জেতা অধিনায়ক তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জানান, চারদিন হয়ে গেলেও এখনো ঘোর কাটছে না তার, 'আরও কয়েকদিন হাসিমুখেই দেখবেন। এখনো তো ঘোরের মাঝেই আছি। মনে হচ্ছে আধঘণ্টা আগে বিশ্বকাপ জিতলাম। চার বছর পর পর একটা বিশ্বকাপ আসে। সেটা জেতা, ভারতের মতন জায়গায় জেতা খুব কঠিন ছিলো।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us