দীর্ঘদিন ব্যবহার করলে স্মার্টফোন ধীরগতির হয়ে যায়। সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ফোন হ্যাং হওয়ার পাশাপাশি বারবার রিস্টার্টও হতে থাকে। ফোন ফ্যাক্টরি রিসেট করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
ফ্যাক্টরি রিসেট কী
কেনার সময় ফোনে অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট অ্যাপ ছাড়া কোনো তথ্য থাকে না। ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে ফোনকে সেই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যাওয়ায় বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়া যায়। আর তাই পুরোনো ফোন বিক্রির সময় সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতেও ফ্যাক্টরি রিসেট করা প্রয়োজন।