বিনিয়োগ ও কর্মসংস্থানকে মূল লক্ষ্য রেখে মঙ্গলবার (২১ নভেম্বর) শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। দুই দিনের এই সম্মেলন বুধবার (২২ নভেম্বর) শেষ হবে। মঙ্গলবার কলকাতার রাজারহাট নিউটাউন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
পশ্চিমবঙ্গে লগ্নি ও কর্মসংস্থানের জোয়ার আনতেই বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের আসর বসেছে। সেখানে উপস্থিত ছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েনকা, হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জীব পুরি এবং পূর্ণেন্দু চট্টোপাধ্যায়।