স্মরণে নাসরীন হক

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ১০:১০

নারীপক্ষের প্রয়াত সদস্য নাসরীন হক যেসব অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত ছিলেন, তা শুধু নারী অধিকার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে সব মানুষের মধ্যে গভীর মানবিক সম্পর্ক তৈরি করতে। নাসরীন হকের জন্মবার্ষিকী উপলক্ষে নারীপক্ষ আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় নারী আন্দোলন নির্মাণের প্রচেষ্টা’ শীর্ষক নাসরীন হক স্মারক বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন।


সভায় উইমেন্স অ্যাকশন ফোরামের প্রতিষ্ঠাতা খাওয়ার মমতাজ বলেন, প্রতিটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান এবং জাতি গঠনের উদ্যোগে নারীদের স্বাধীন কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা অপরিহার্য। ইতিহাস আমাদের বলে দেয়, রাষ্ট্র গঠনপ্রক্রিয়ায় নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় নারীর অধিকার এবং নারীবাদী চেতনার জোরদার বক্তব্যের জন্য সমসাময়িক আন্দোলনগুলো আশির দশকের পরবর্তী ঘটনা। গৃহ থেকে রাষ্ট্র—সর্বক্ষেত্রে নারীর গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় নারী নেতৃত্বের বিকাশ এবং নারী আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us