কৃষকদের কি চাষাবাদ ছেড়ে দিতে হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৯

সিলেট অঞ্চলে হাওরের পানি শুকিয়ে গেল বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ হয়। কিন্তু সেখানকার হাওরগুলোতে দিন দিন দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এ যদি হয় পরিস্থিতি, কৃষক কী করে বাঁচবে! তেমন দশাই দেখা যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলায়। সেখানকার সাতটি হাওর ও খাল-বিল দূষিত হয়ে গেছে শিল্পবর্জ্যে। এ কারণে দুই উপজেলার কৃষিব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে।


বর্ষাকালসহ বছরের কয়েক মাস হাওর মানেই পানিতে টইটম্বুর। আর বাকি সময় সেসব ফসলের মাঠ। তখন হাওরের মাঝখানে প্রবহমান থাকে ছোট ছোট খাল। সেসব খালই মূলত হাওর এলাকার কৃষিব্যবস্থাকে টিকিয়ে রাখে। মাধবপুর উপজেলার শিবজয়নগর হাওরের মাঝখান দিয়ে প্রবাহিত তেমন একটি খাল হচ্ছে রাজ খাল। পাঁচটি হাওরের পাশ দিয়ে এ খাল প্রবাহিত।


১২ থেকে ১৫ কিলোমিটার খালটি ঘিরেই ওই এলাকার কৃষিব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু সম্প্রতি এ খালের পানি চাষিরা সেচকাজে ব্যবহার করতে পারছেন না। কারণ, খালটি শিল্পবর্জ্যে দূষিত হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us