‘আপনি যখন আপনার মুঠোফোন থেকে অ্যাপ দিয়ে কোনো খাবার অর্ডার করেন, তখন আপনি রিয়েল টাইমে আপনার অর্ডারটির স্ট্যাটাস জানতে পারেন। যেমন আপনি জানতে পারেন, এখন আপনার খাবার প্রস্তুত হচ্ছে বা ডেলিভারিম্যান অর্ডার করা খাবারটি পিক করেছে কিংবা আগামী ১০ মিনিটের মধ্যে খাবার পৌঁছে যাবে ইত্যাদি।
কিন্তু আপনি যদি একজন সাধারণ চাকরিপ্রার্থীর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, চিত্রটি সম্পূর্ণ বিপরীত। কেন আপনাকে একটি চাকরির আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পর্কে সম্পূর্ণভাবে অন্ধকারে থাকতে হবে? আমাদের প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়ায় কি এ ধরনের স্বচ্ছতা আনা সম্ভব নয়?’
সম্প্রতি মানবসম্পদ ব্যবস্থাপনাবিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে মানবসম্পদে প্রযুক্তিবিষয়ক একটি সেশনে একজন বক্তা ওপরের বক্তব্যটি উপস্থাপন করছিলেন।