কারও হাতে ব্যাগ, কারও কোলে শিশু, কারও–বা মাথায় বস্তা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু কাঙ্ক্ষিত বাস নেই। কেউ কেউ বিকল্প যানবাহন খুঁজছেন। কেউবা দীর্ঘ সময় অপেক্ষা শেষে ফিরে যাচ্ছেন মন খারাপ করে।
আজ সোমবার দুপুরে এই চিত্র দেখা যায় রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে। টানা দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির হরতাল। এ কারণে সকাল থেকেই সড়কে দূরপাল্লার বাস তেমন চলাচল করছে না। বিশেষ করে ময়মনসিংহগামী বাস চলাচল খুবই কম। এতে যাত্রীরা পড়েছেন বিপাকে। আর গাড়ি কম থাকায় কাউন্টারের কর্মীরাও পার করছেন অলস সময়।