সাড়ে তিন বছর ধরে মৃত কর্মচারীর বেতন-বোনাস তুলে নিচ্ছিলেন তারা

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১৫:২৭

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মৃত কর্মচারীর নাম বেতনের তালিকায় রেখে মোটা অঙ্কের অর্থ উত্তোলন ও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সাড়ে তিন বছরের অধিক সময় ধরে স্বাক্ষর-জালিয়াতি করে বেতন ও বোনাসের ওই টাকা উত্তোলন করা হলেও বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। এরপর থেকেই সমালোচনার ঝড় বইছে। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা বলছেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


করপোরেশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের মাস্টাররোল কর্মচারী হিসেবে চাকরি করতেন শেখ ইব্রাহিম। তার বাড়ি নগরীর গোবরচাকা মেইন রোড (খালাসিয়া মাদ্রাসার সামনে)। করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কনজারভেন্সি শাখার স্প্রে-ম্যান হিসেকে চাকরিরত অবস্থায় ২০২০ সালের ৭ মে তিনি মারা যান। দায়িত্বে থাকাকালে শেখ ইব্রাহিম ১৩ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us