শচীন টেন্ডুলকার বিশ্বকাপ জিতেছিলেন লম্বা ক্যারিয়ারের সায়াহ্নে এসে। বিরাট কোহলি ভাগ্যবান—আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার তৃতীয় বছরে পরেছিলেন বিশ্বজয়ের মুকুট। এক যুগ আগে শচীনকে কাঁধে নিয়ে কোহলির মুম্বাইয়ের পুরো ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘুরে বেড়ানো ক্রিকেট বিশ্বেরই আইকনিক দৃশ্য হয়ে আছে। যেন এই ভক্তি ও ভালোবাসা দিয়ে ‘ক্রিকেট ঈশ্বর’ থেকে বর চেয়ে নিচ্ছিলেন কোহলি।
এরপরই ‘কিং’ হয়ে ওঠা তাঁর। ২০১১ বিশ্বকাপের আগে ওয়ানডেতে যাঁর সেঞ্চুরি ছিল ৪টি, সেটি এখন ছুঁয়েছে ৫০—ভেঙে দিয়েছেন এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীনের রেকর্ড। সেটিও বিশ্বকাপে, সেই ওয়াংখেড়েতে। একদিন ড্রেসিংরুমে যিনি শচীনকে দেখে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন, দিন পাঁচেক আগে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর জানালেন কুর্নিশ।