জরুরি অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থার সহায়ক যন্ত্র হিসেবে প্রথমবারের মতো ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাজ্য।
২০২৪ সালে যুক্তরাজ্যের নরফোক কাউন্টিতে এই পরীক্ষা চালানো হবে। আর পরীক্ষাটি সফল হলে, যুক্তরাজ্যের বিভিন্ন ভবনে এইসব ডিভাইস যুক্ত করা হবে। এছাড়া, কোনো ঘটনা সম্পর্কে তথ্য পেতে এগুলোকে প্রথমে অপরাধ স্থলে পাঠানোর পরিকল্পনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
‘ইগল এক্স’ নামের এ প্রাথমিক পরীক্ষাটি নরফোক কাউন্টিতে করার কারণ, সেখানে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিস (এনপিএএস)’-এর বিভিন্ন হেলিকপ্টার প্রবেশের সুযোগ সীমিত।