ত্বকের সুরক্ষার স্তর বলতে সবচেয়ে বাইরের অংশকে বোঝায়।
এই স্তর ত্বককে বাইরের আবহাওয়া থেকে সুরক্ষিত রাখে এবং আর্দ্রতা রক্ষা করে। বাইরের ত্বক সুস্থ থাকলে ত্বক দেখতে উজ্জ্বল, টানটান ও আর্দ্র দেখা যায়।
বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হলে ত্বক দুর্বল, আর্দ্রতাহীনতায় ভোগে। ফলে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয়। যেমন-জ্বালাভাব, চুলকানি, সংবেদনশীলতা ও শুষ্কতা ইত্যাদি।
বিষয়গুলোর প্রতি সচেতন থাকলে ত্বকের সমস্যার সমাধান পাওয়া সম্ভব।