সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (১৯ নভেম্বর) এক তরুণীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে।
ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডে আলোচিত এই গায়কের পাশে তরুণীকে দেখেই ভক্তদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, কে এই মেয়ে?
খোঁজ নিয়ে জানা গেছে, নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা। তার বাড়ি খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। নোবেল বর্তমানে এই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন।