কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গান তৈরির জন্য ‘লিরিয়া’ এবং পরীক্ষামূলক এআই মডেল আনার ঘোষণা দিয়েছে গুগলের ডিপমাইন্ড। এ জন্য ইউটিউবের সঙ্গে অংশীদারত্বে কাজও করছে প্রতিষ্ঠানটি। লিরিয়া মডেল দিয়ে একই সঙ্গে বাদ্যযন্ত্র, কণ্ঠসহ উচ্চমানের সংগীত তৈরি করা যাবে।
গুগল ডিপমাইন্ডের এক ব্লগে বলা হয়েছে, সৃজনশীল ভাব প্রকাশের জন্য সংগীত হলো জনপ্রিয় একটি ধারা। এ সংগীত হতে পারে জ্যাজ থেকে মেটাল বা টেকনো থেকে অপেরা। এখন পর্যন্ত এআই ব্যবহার করে গানের কথা, সুর, ছন্দ ও কণ্ঠের মিশেলে সংগীত তৈরি অনেক চ্যালেঞ্জিং। আর ডিপমাইন্ডের নতুন সুবিধা সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস তাঁর এক্স পোস্টে লিখেছেন, শুধু একটি লিখিত প্রম্পট থেকে লিরিয়া কণ্ঠসহ আকর্ষণীয় সংগীত তৈরি করতে পারবে। একই সঙ্গে শিল্পীদের জন্য নতুন মিউজিক এআই টুল চালু করা হচ্ছে এবং সৃজনশীল চর্চা বাড়াতে ইউটিউবের সঙ্গে ও মিউজিক ইন্ডাস্ট্রিতে অংশীদারত্বে কাজ করা হচ্ছে।