২০০৭ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট সিমোন পেরেস—এই দুজনকে একসঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারে আমার ওঠার সুযোগ হয়েছিল। সে বছর তাঁরা আঙ্কারায় ঐতিহাসিক সফরে এসেছিলেন। তাঁদের দুজনকে নিয়ে আমি তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির দিকে যাচ্ছিলাম।
তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে এই দুই নেতা একই সঙ্গে শান্তির পক্ষে কথা বলেছিলেন। তাঁদের ভাষণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও তাঁরা বলেছিলেন। এর দুই বছর পরই তুরস্ক ফিলিস্তিনে একটি প্রকল্প চালু করার ঘোষণা দেয়। ‘ইন্ডাস্ট্রি ফর পিস প্রজেক্ট’ নামের ওই প্রকল্পের আওতায় তুরস্ক গাজা ভূখণ্ডে ‘এরেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ নামের একটি শিল্প এলাকা গড়ে তোলার কাজে উদ্যোগী হয়েছিল।