ইলন মাস্ক তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইহুদিবিদ্বেষী একটি ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করছেন উল্লেখ করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউস এটিকে ‘জঘন্য তত্ত্ব’ বলে উল্লেখ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াল্ট ডিজনি, ওয়ার্নার ব্রস ডিসকভারি এবং কমকাস্টসহ বড় বড় মার্কিন কোম্পানিগুলোও এক্সে বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর দেওয়া পোস্টে দাবি করা হয়, জাতিগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইহুদি জনগণ এবং বামপন্থীরা শ্বেতাঙ্গদের সরিয়ে অশ্বেতাঙ্গ অভিবাসীদের জন্য জায়গা তৈরি করতে চাইছে। একে কেন্দ্র করে ‘শ্বেতাঙ্গ নিধন’-এর মতো ঘটনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।