হামাসের সঙ্গে সংঘাতে উচ্চ অর্থনৈতিক ব্যয় সামলাতে রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনী ছোট করার চিন্তা করছে তেল আবিব। ইসরায়েল নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচারিত এক খবরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর পরীক্ষামূলকভাবে সংরক্ষিত বাহিনীর সৈন্যদের সরিয়ে নিতে যাচ্ছে ইসরায়েল। এক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়কে গুরুত্ব দেয়া হচ্ছে।
তেল আবিবের বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে সংরক্ষিত বাহিনীর জন্য ব্যয় হচ্ছে প্রায় ১৩০ কোটি ডলার।
গত মাসের শেষ দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, গাজা উপত্যকায় হামলার পেছনে প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ ডলারের মতো খরচ হচ্ছে।