অস্ত্র-গুলি আর ওয়াকিটকি নিয়ে পুলিশে সতর্কতা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১০:৩৫

বিএনপির মহাসমাবেশের দিন গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও শাহজাহানপুর এলাকায় পুলিশ সদস্যদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি ছিনতাই করে দুর্বৃত্তরা। ২০ দিন হতে চললেও সেই অস্ত্র ও গুলি উদ্ধার করতে পারেনি পুলিশ।


একই দিনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ওয়াকিটকিতে অভিযান সম্পৃক্ত স্পর্শকাতর কিছু বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে চলে যায়। পুলিশ কর্মকর্তাদের ধারণা, কেউ একজন উদ্দেশ্যপূর্ণভাবে ওয়াকিটকির বার্তা রেকর্ড করে ছড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল।


সেদিনের অভিযানে নিরাপত্তাসংশ্লিষ্ট এমন দুটি ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। এরপরই মাঠে কাজ করা পুলিশ সদস্যদের উদ্দেশে ১ নভেম্বরে অস্ত্র-গুলির নিরাপত্তা ও ৫ নভেম্বর ওয়াকিটকিতে বার্তা আদান-প্রদানে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশনা জারি করা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার অপারেশন স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন দুটি অফিস আদেশে এসব বিষয়ে সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us