মাঠের মূল ফটকের বাইরে শত শত মানুষের ভীড়। রাস্তার ধারে সারি দোকান সাজিয়ে বসেছে হকাররা। ভারতের জার্সি, পতাকা, ক্যাপ-হ্যাট বিক্রি হচ্ছে দেদার। মনে হচ্ছে যেন, ম্যাচেরই দিন। আদতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের দুই দিন আগের টুকরো টুকরো ছবি এসব। ভারতের নামে নানা স্লোগান দিচ্ছিলেন অনেকে। মাঠে সচরাচর যেসব শোনা যায়, সেসব স্লোগান তো আছেই। একজন গলা ফাটিয়ে চিৎকার করলেন, “বাদলা লেঙ্গে হাম…।”
একটু কৌতূহলি হতেই হলো, কিসের বদলা নিতে চান তিনি! কাছে গিয়ে জানা গেল, তার নাম হানিশ চকসি। কেন তার প্রতিশোধের রক্ত টগবগ করে ফুটছে, সেটিও শোনালেন স্থানীয় এই ব্যবসায়ী।