একদিনে মুদ্রার দুই পিঠ দেখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ (শুক্রবার) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে হতাশাজনক হার দেখেছেন লিওনেল মেসিরা। তবে তাদের উত্তরসূরীরা বিকেলে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে জয় পেয়েছে। হার দিয়ে এবারের আসর শুরু করলেও পরবর্তী দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় পা রেখেছে আলবিসেলেস্তে যুবারা। ইউরোপীয় দেশ পোল্যান্ডকে তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। গোল না পেলেও ম্যাচজুড়ে সমান পাল্লা দিয়ে লড়েছিল পোল্যান্ড। বল দখল ও শট নেওয়ার দিক থেকেও তারা আর্জেন্টিনার কাছাকাছিই ছিল। আর্জেন্টিনার দখলে বল ছিল ম্যাচের ৫১ শতাংশ জুড়ে। আকাশি-সাদা জার্সিধারীদের ২৫টি শটের ১২টিই ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে ২০ শটের কেবল ৬টি লক্ষ্যে রাখতে পারে পোলিশরা।