আবারও ছোটপর্দার সেরা তারকাদের সম্মান জানানো হলো। গতকাল তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছিল দীপ্ত টেলিভিশনের ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র কনটেন্টগুলোর মধ্যে সেরা ওয়েব ফিল্ম রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)। একক নাটক ক্যাটাগরিতে সেরা নাটক ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) মেহজাবীন চৌধুরী’ (নাটক : কাজলের দিনরাত্রি)।