যুক্তরাষ্ট্রের কলোরাডোর পৌর শহর পাগোসা স্প্রিংসের বাসিন্দা রিচার্ড মোর তাঁর প্রিয় কুকুর ফিনিকে নিয়ে গত ১৯ আগস্ট পর্বতারোহণে বের হয়েছিলেন। শহরের পশ্চিমে স্যান হুয়ার পর্বতমালার ব্ল্যাকহেড শৃঙ্গে ওঠার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।
আর্চুলেটা কাউন্টি শেরিফের দপ্তর জানায়, এরপর তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। টাওস সার্চ অ্যান্ড রেসকিউর ডেলিন্ডা ভ্যানেব্রাইটিন গত মঙ্গলবার বলেন, রিচার্ডের গাড়ি যেখানে পার্ক করা হয়েছিল, সেখানে পর্বতের চূড়াসহ বিভিন্ন জায়গায় দিনভর তল্লাশি চলে। এই তল্লাশিতে কুকুরকে কাজে লাগানো হয়। পর্বতটির উচ্চতা ২ হাজার ১৫০ ফুট।