রোনালদো অপরাজিত ১২৮, সালাহর ৪ গোল

প্রথম আলো প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১১:১৬

বয়স হয়ে গেছে ৩৮ বছর। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন থামতেই ছাইছেন না। ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক, পর্তুগাল তারকার গোলের রথ ছুটছেই। গতকাল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে গোল করেছেন রোনালদো। ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে স্পেনের ৩-১ ব্যবধানের জয়ে গোল পেয়েছেন বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে মোহাম্মদ সালাহর ৪ গোলে জিবুতিকে ৬-০ ব্যবধানে হারিয়েছে মিসর।


ইউরোর মূলপর্বে আগেই জায়গা করে নেওয়া পর্তুগালকে ভাদুজে নিজেদের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে দেয়নি লিখটেনস্টেইন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর শট লাগে পোস্টে। একটু পরই অবশ্য গোলের দেখা পান পর্তুগালের অধিনায়ক। দিয়েগো জোতার থ্রু বল পেয়ে ঠাণ্ডা মাথায় লিখটেনস্টেইনের জালে পাঠান তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো নিজের রেকর্ডটাই আরও সমৃদ্ধ করেছেন। পর্তুগালের হয়ে এটি ছিল তাঁর ১২৮তম গোল। ৫৭ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন জোয়াও কানসেলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us