বাড়িতেই যেভাবে চাট মসলা বানাবেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

চাট মসলা যেকোনো রান্নার স্বাদ নিমেষে বদলে দিতে পারে। চটপটি, সালাদ, তরকারি, স্ন্যাক্স, এমনকি কিছু কিছু ডালেও ব্যবহার করা হয় এই মসলা। আমরা বেশির ভাগ সময়ে বাজার থেকেই কিনে এই মসলা ব্যবহার করে থাকি। বাজার থেকে চাট মসলা কিনে আনলে একটা সমস্যা দেখা দেয়।


প্যাকেট খোলা হলে বাতাসের সংস্পর্শে এলেই ভেতরের এই মসলা দলা পাকিয়ে যায়, তা ছাড়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটি ভালো থাকে। তারপর কমতে থাকে স্বাদ। বাড়িতে বানানো চাট মসলার এসব কোনো সমস্যা নেই। একবার বানিয়ে বোতলবন্দী করে ছয় মাস পর্যন্ত খেতে পারেন। স্বাদ এবং গন্ধ একই থাকবে। বাড়িতে সহজে চাট মসলা তৈরির রেসিপি দিলেন রন্ধন–বিশেষজ্ঞ সিতারা ফেরদৌস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us