যে মানুষটির সঙ্গে সারা জীবন থাকার সংকল্প করেছেন, তাঁর স্বার্থপরতা অনেক সময় সম্পর্ককে করে তুলতে পারে তিক্ত। জীবনসঙ্গীর এমন আচরণে ভেঙে যায় মন, জীবনকে করে এলোমেলো। তবে কি দূরে সরে যাওয়াই একমাত্র সমাধান? নিশ্চয়ই নয়। সঙ্গীর সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলাপ করুন এবং একটি সুন্দর সমাধানের দিকে এগিয়ে যান।
খোলামেলা আলোচনা
যদি খেয়াল করেন সঙ্গী আপনার সঙ্গে প্রতিনিয়ত স্বার্থপরের মতো আচরণ করছেন বা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন, তবে উত্তেজিত না হয়ে তাঁর সঙ্গে শান্তভাবে, যুক্তি দিয়ে আলাপ করুন। প্রথমেই তাঁকে দোষারোপ না করে নিরপেক্ষ অবস্থানে থেকে বোঝানোর চেষ্টা করুন।
নিজের অবস্থানকে দৃঢ় করুন
জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার আগে নিজের অবস্থান নিয়ে ভাবুন। কিছু সময় নিন। হতে পারে আপনার কোনো আচরণে তিনি এ ধরনের ব্যবহার করছেন। আপনার সহযোগী মনোভাব হয়তো তাঁর আচরণে পরিবর্তন আনতে সক্ষম। কোনো তিক্ত কথা বা ব্যবহার না করেই আবার সুন্দর হতে পারে সম্পর্ক।