আসুন দেখে নেওয়া যাক, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ভন্ডুল হওয়ার পর থেকে পুলিশ যা করেছে আর যা করেনি, তার খতিয়ানটা।
সমাবেশের এক দিন পর পুলিশ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৩৬টি মামলা করে। এ মামলার আসামি বিএনপির শীর্ষ নেতাসহ ১ হাজার ৫৪৪ জন। অজ্ঞাতনামা আসামি আরও কয়েক হাজার জন। অভিযোগ, পুলিশকে হত্যা ও হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ; সরকারি কাজে বাধা; প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর; অগ্নিসংযোগ; পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া ইত্যাদি।
এর তিন দিন পর খবর আসে, কিশোরগঞ্জে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাককে না পেয়ে পুলিশ তাঁর দুই যমজ ছেলে শহীদুল ইসলাম অনিক ও মাকসুদুল ইসলাম আবিরকে ধরে নিয়ে গেছে।