দখলদার ইসরায়েলের আশকেলন শহরে সরাসরি একটি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের দক্ষিণ দিকে অবস্থিত উপকূলীয় শহরটির বিভিন্ন কমিউনিটিতে বুধবার (১৫ নভেম্বর) দীর্ঘক্ষণ সতর্কতামূলক সাইরেন বাজছিল। ওই সময় একটি রকেট সরাসরি সেখানে আছড়ে পড়ে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রকেটটি আঘাত হানার আগের ১৭ ঘণ্টায় সেখানে কোনো ধরনের সতর্কামূলক সাইরেন বাজেনি এবং আঘাত হানার ঘটনা ঘটেনি।
ইসরায়েলি স্বাস্থ্যকর্মীর জানিয়েছেন, নতুন এ রকেট হামলায় দুজন তরুণ আহত হয়েছেন। তাদের বয়স ৩০ বছরের কাছাকাছি। তাদের আঘাত তেমন গুরুতর নয়।