অবশেষে নানাবিধ চাপের মুখে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বিশ্বকাপ ব্যর্থতার পর সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের অনেকেই দলের নেতৃত্বে পরিবর্তন দেখতে চেয়েছিলেন। পাকিস্তানের গণমাধ্যমের দাবি ছিল, বাবর না চাইলেও তাকে সরিয়ে দেওয়া হবে নেতৃত্ব থেকে।
তবে বাবর আজম সেসবের অপেক্ষা করেননি। নিজ থেকেই ছেড়ে দিয়েছেন ম্যান ইন গ্রিনদের দায়িত্ব। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।