বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় জড়িত প্রধান ব্যক্তি ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু ও তাঁর পরিবারের চার সদস্যের সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আসাদুজ্জামান আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবদুল হাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবেই শেখ আবদুল হাই, তাঁর স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ সাবিদ হাই, মেয়ে শেখ রাফা হাই এবং শেখ আবদুল হাইয়ের ভাই শেখ শাহরিয়ারের সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত আবদুল হাইসহ অন্যদের সম্পদ জব্দের আদেশ দেন।