ডেঙ্গুতে আক্রান্ত বাবা বাঁচতে চান কেবল মেয়ের হত্যার বিচার দেখবেন বলে

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১৩:২৩

হাসপাতালের শয্যায় শুয়ে সোহেল রানা একদৃষ্টে তাকিয়ে ছিলেন ওপরের সিলিংয়ের দিকে। মশারির ভেতর থেকে একবার তাকিয়ে দেখলেন কেবল। হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো। নীরবতা ভেঙে হঠাৎ বলেন, ‘মরতে আমার ভয় নাই। কিন্তু মেয়ের হত্যার বিচার না দেখে মরতে চাই না।’


চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। গত বছরের এই দিনে বাড়ি থেকে নিখোঁজ হয় আলিনা। ২০ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করা তাকে। তবে মুক্তিপণ আদায়ের সম্ভাবনা নেই দেখে সেদিনই তাকে হত্যা করেন অপহরণকারী। হত্যার পর ফুটফুটে আলিনাকে কেটে ৬ টুকরা করেন ২০ বছর বয়সী যুবক আবির আলী।


খুনি আবির আলিনাদের বাসায় ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের সঙ্গেও আবিরের সখ্য ছিল। এ কারণে আবির এমন কাজ করতে পারেন, তা ধারণাও করতে পারেননি আলিনার মা–বাবা। এমন নৃশংসতার কথা ভুলতেও পারছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us