জীবনে কতবার জানাজা পড়িয়েছেন মনে করতে পারেন না মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমাম জাহেদুল ইসলাম তালুকদার। কিন্তু গতকাল সোমবার মসজিদের মাঠে তিনি যে জানাজা পড়ালেন, সেটি ছিল তাঁর জীবনের নিষ্ঠুরতম। যার জানাজা পড়াচ্ছিলেন তিনি, সে যে তারই বুকের ধন, একমাত্র মেয়ে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বেতুয়ারকুল গ্রামে বাড়ির নিচতলায় দেখা তাঁর সঙ্গে। ঘরের একটা সোফায় বসে ছিলেন তিনি। হালকা–পাতলা গড়নের মানুষটি ভেজা চোখে তাকিয়েছিলেন একদিকে।