বিশ্বকাপে প্রথম পর্বের লড়াই শেষ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ের অপেক্ষা। মুম্বাইয়ে আগামীকাল বুধবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, পরদিন কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।
ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচ নিয়েই ভারতীয়দের আগ্রহ বেশি। বলিউডের শহর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামীকাল খেলা দেখতে আসবেন প্রায় সব অঙ্গনের তারকারা। তারাদের এ মেলায় থাকবেন একজন ফুটবল কিংবদন্তিও; তিনি ডেভিড বেকহাম।
বেকহামের ভারত সফরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ইউনিসেফ ইন্ডিয়া। তারা লিখেছে, ‘ইউনিসেফের শুভেচ্ছাদূত ডেভিড বেকহামকে ভারতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’