কমোর যুব দলের কোচিং করানোর পর এবার বড় দায়িত্ব পেলেন সেস ফাব্রেগাস। ইতালির সেরি বি-এর ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানিয়েছে কমো।
প্রথমবারের মতো সিনিয়র দলের কোচিং করাবেন ফাব্রেগাস। কমোর হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচ খেলে অবসর নেওয়ার পর ক্লাবটির রিজার্ভ ও যুব দলের দায়িত্ব সামলান সাবেক বার্সেলোনা, চেলসি তারকা।
ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে ২০২২ সালের অগাস্টে কমোতে নাম লেখান ফাব্রেগাস। এবার সেখানেই তাকে যাবে ভিন্ন ভূমিকায়।