দেশে সড়ক, ব্রিজ বা কালভার্ট, ফুটপাত, ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন নতুন কিছু নয়। পাশাপাশি বাস টার্মিনাল, মার্কেট নির্মাণ, পার্ক নির্মাণকাজ চলছে অহরহ। স্বাধীনতার সূচনালগ্ন থেকেই নানা প্রকল্পের আওতায় এসব কাজ হচ্ছে দেশব্যাপী। অথচ এ প্রচলিত কাজের জন্য প্রস্তাবিত এক প্রকল্পের আওতায় দেশ-বিদেশে প্রশিক্ষণ ও পরামর্শক খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে প্রায় ৩৪২ কোটি টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এমন প্রস্তাবে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এ মুহূর্তে এমন প্রচলিত কাজে অতিরিক্ত ব্যয় বাদ দিয়ে যৌক্তিক পর্যায়ে খরচ নামিয়ে আনার সুপারিশ করেছে কমিশন।