‘আমি ভাই টেকনোলজির অতশত বুঝি না’—এ কথা বলে বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে এখন আর কোনো কাজ এড়ানোর সুযোগ নেই। পড়া, কাজ বা জীবনযাপন, যা-ই বলি না কেন, প্রতিটি ক্ষেত্রের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আধুনিক প্রযুক্তি। প্রকৌশলসংক্রান্ত পেশা হলে তো কথাই নেই, অন্য যেকোনো পেশায়ও এখন কিছু কিছু সফটওয়্যারের কাজ জানা আবশ্যক। বিশেষ করে ব্যাংক, উন্নয়ন সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানে। গবেষণা করতে চাইলে সফটওয়্যার শেখা আরও জরুরি।
না জানলেই নয়
আমাদের দেশের শিক্ষার্থীরা ঠেকায় না পড়লে শিখতে চায় না। কিন্তু বর্তমান সময়ে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার না জানলে চাকরির শুরুতেই আপনি সমস্যায় পড়তে পারেন। সাধারণ তথ্যাদি বিশ্লেষণ, হিসাব সংরক্ষণ, গণনার মতো বিষয় সহজ করতে মাইক্রোসফট এক্সেল খুব জরুরি। প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন কিংবা নিজের গবেষণার উপাত্ত প্রাথমিকভাবে সংরক্ষণের জন্য এক্সেলই এখন পর্যন্ত ভরসা। মাইক্রোসফটের অনলাইন এক্সেল টিউটোরিয়াল দেখে অনেক কার্যকর বিষয় শিখতে পারবেন: support.microsoft.com/en-us/excel
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ অবশ্য অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাসের অংশ হিসেবেই শিখে ফেলা হয়। আপনি যে বিষয়েই কাজ করেন না কেন, প্রায় সব ক্ষেত্রেই ক্রেতা-বিক্রেতার সম্পর্ক বিদ্যমান। আপনাকে হয় পণ্য বিক্রি করতে হবে কিংবা কোনো সেবা ক্রেতার সামনে উপস্থাপন করতে হবে। আবার প্রতিষ্ঠানে নতুন প্রকল্প বা পণ্য নিয়ে কর্মীদের আগ্রহী করে তুলতেও প্রয়োজন উপস্থাপনা। এমনকি আপনি যদি ভাবেন, চাকরি না করে উদ্যোক্তা হবেন, সে ক্ষেত্রেও আপনার ভাবনা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করতে পাওয়ার পয়েন্টের প্রয়োজন হবে। সরাসরি মাইক্রোসফটের টিউটোরিয়াল থেকেই শিখতে পারবেন এখানে: https://shorturl.at/hirUW