ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবে সমর্থন জানিয়ে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত। গত বৃহস্পতিবার ‘পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং সিরিয়ার গোলানে’ বসতি স্থাপনের নিন্দা জানিয়ে প্রস্তাবটিতে ভোট হয়। ১৪৫টি দেশ পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, হাঙ্গেরি, মার্শাল আইল্যান্ড, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া, নাউরো ও ইসরায়েল—এই সাতটি দেশ নিন্দা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল ১৮টি দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই এবং কার্যকর মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। সেই সিদ্ধান্তের ব্যাখ্যা জানিয়ে ভারত সরকারের একটি সূত্র তখন বলেছিল, গাজায় মানবিক সংকট নিয়ে ভারত উদ্বিগ্ন হলেও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়ায় বিশ্বাস করে না।