অস্ট্রেলিয়ার ‘ঠাণ্ডা আবহাওয়া’ নিয়ে দুর্ভাবনা বাংলাদেশের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১৮:৩১

লম্বা ভ্রমণ শেষে অস্ট্রেলিয়া পৌঁছেছে দল। রিকভারির জন্য সকালে সেরেছে জিম সেশনও। বাংলাদেশের দুর্ভাবনার জায়গাটা অবশ্য অন্যখানে, অস্ট্রেলিয়ার ঠাণ্ডা আবহাওয়া। তবে, মাঠের লড়াইয়ের চার দিন আগে অস্ট্রেলিয়া পৌঁছানোয় সেখানকার কন্ডিশনের সঙ্গে দল মানিয়ে নিতে পারবে বলে মনে করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।


২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মেলবোর্নের ম্যাচটি দিয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপের পথচলা শুরু করবে দল।


গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় অস্ট্রেলিয়া পৌঁছায় দল। লম্বা সময়ের ভ্রমণ ক্লান্তি থাকলেও দলের সবাই সুস্থ আছেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।


মেলবোর্নে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। ফলে দিনের চেয়ে রাতের তাপমাত্রা আরও ঠাণ্ডা হবে। বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us