‘‘হরতাল-অবরোধে কাঁচামাল আসা মিছ নাই। রাইতেই ট্র্যাক ঢুকে আড়তে। এসময় তো রাস্তায় কেউ থাকে না। কিন্তু মালের গাড়ি কোনোদিন কম, কোনো দিন বেশি।’’
অবরোধে সবজির সরবরাহের বিষয়ে বলছিলেন যাত্রাবাড়ীর আড়তদার পেয়ার আলী।
এ আড়তের বিভিন্ন ধরনের সবজির পাইকারি বিক্রেতা মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পণ্য নিয়ে আসছেন ব্যবসায়ীরা। পুরোটাই অনুমান নির্ভর করে পণ্য আনছেন তারা। যারা আগে আড়তে আসতে পারছেন তারা দাম ভালো পাচ্ছেন। যারা রাতের শেষ ভাগে আসছেন তাদের মধ্যরাতের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, ঢাকার খুচরা পর্যায়ের বিক্রেতারা তখন কেউ আর আড়তে থাকেন না। যে কারণে পরে যারা পণ্য আনেন তারা ক্রেতা পান কম।