বিএনপি-জামায়াতের ডাকা ফের দুদিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিন সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দু-একটি দূরপাল্লার বাস ছাড়ছে। তবে দূরপাল্লার বাস ছাড়ার সংখ্যা অন্যান্য অবরোধের দিনের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, তারা দূরপাল্লার বাস চালানোর জন্য রেডি থাকলেও যাত্রীর অভাবে চালাতে পারছেন না।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রী খুবই কম। কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, মাদারীপুর রুটে চলাচলকারী বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করছে।