৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথুস। এ নিয়ে এখনো বিতর্ক চলছে।
পক্ষে–বিপক্ষে এখনো কথা হচ্ছে। ক্রিকেটীয় চেতনাকে সামনে টেনে এনে কেউ কেউ কাঠগড়ায় তুলেছেন ম্যাথুসের বিপক্ষে ‘টাইমড আউট’–এর আবেদন করা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। অনেকে আবার সাকিবের পক্ষ নিয়ে বলছেন, আউটটি যেহেতু আইনসিদ্ধ, তাই এতে সাকিবকে দোষারোপের কিছু নেই। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এ নিয়ে আজ বিশদ ব্যাখ্যাসহ বিবৃতি দিয়েছে।